আমাদের কথা
অল্প সময়ের মধ্যে ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজী, রাজশাহী এক অনন্য শিক্ষামুলক ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিচালিত নিম্নলিখিত সেবামুলক প্রতিষ্ঠান সমুহ ইতিমধ্যে অত্যান্ত সুনামের সাথে চিকিৎসা সেবায় গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে যাচ্ছেঃ
১ টি মেডিকেল কলেজ
১ টি ২৫০ বেডের পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল
৫ টি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ হাসপাতাল
১৩ টি জেলা শহরে কমিউনিটি হাসপাতাল
১ টি ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ নার্সিং ইনস্টিটিউট
দক্ষ ও আদর্শবান মেডিকেল টেকনোলজীস্ট তৈরির মহান উদ্দেশ্যকে সামনে রেখে বিভাগীয় শহর রাজশাহী মহনগরীর অভিজাত এলাকা উপশহরে প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজী।এখানে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীরা ইসলামী ব্যাংক হাসপাতাল লক্ষীপুর ও নওদাপাড়ায় হাতে কলমে শিক্ষা ও চিকিৎসা সুবিধা পাবে।
দেশে টেকনোলজীস্টদের চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যাপক ব্যবধান রয়েছে। যার ফলশ্রুতিতে সরকারী ও বেসরকারী খাতে টেকনোলজীস্টদের বিপুল সংখক শূন্য পদ রয়েছে। বলাবাহুল্য সঠিক রোগ নির্নয়ের ক্ষেত্রে মান সম্পন্ন টেকনোলজীস্টদের ভুমিকা ও গুরুত্ব অপরিসীম।প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য আন্তর্জাতিক মান সম্পন্ন টেকনোলজীস্ট তৈরি করা। যাতে করে তারা দেশের বিপুল সংখ্যক টেকনোলজীস্টদের শূন্যপদ পুরণ করে দেশে স্বস্থ্য সাভিস ডেলিভারী প্রদানে গুরুত্বপুর্ণ ও সহায়ক ভুমিকা রাখতে সক্ষম হয়।দেশের বেকারত্ব মোচন এবং এ ধরনের দক্ষ টেকনোলজীস্টগণ বিদেশে চাকুরী করে দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে- এটাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ।
উপরোল্লিখিত ইসলামী ব্যাংক হাসপাতাল সমুহ সহ দেশের সরকারী/ বেসরকারী হাসপাতাল এবং ক্লিনিক সমুহে অত্র প্রতিষ্ঠান থেকে পাশ করা ছাত্র-ছাত্রীদের চাকুরির অবারিত সুযোগ রয়েছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে কাংখিত যোগ্যতানুসারে একটি চাকুরির স্বাভাবিক প্রত্যাশা আমাদের দেশের সর্বোচ্চ ডিগ্রিধারী লক্ষ লক্ষ শিক্ষিত বেকারদের নিকট আজ যেন সোনার হরিণ। তাই বিশ্বায়নের এই প্রেক্ষাপটে প্রতিযোগিতা মুলক কর্মক্ষেত্রে প্রযুক্তিগত জ্ঞানর্জনের দ্বারা মেধা ও দক্ষতার অনুপম সমন্বয়ের মাধ্যমেই সম্ভাবনাময় সোনালী ভবিষ্যত রচনা করা সম্ভব।
আমরা চাই আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে একদল দক্ষ ও আদর্শবান মেডিকেল টেকনোলজীস্ট তৈরি করতে যারা দেশ ও মনবতার সেবায় গুরুত্বপুর্ণ ভুমিকা রাখতে সক্ষম হবে।
আমাদের বৈশিষ্টসমুহ
- Affiliation/অধিভূক্তি বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ Recognized/অনুমোদন ।
- গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের ঢাকা কর্তৃক Registration/ নিবন্ধন সাস্থ্য অধিদপ্তর মহাখালী, ঢাকা।
- এছাড়াওতুলনামুলক কম খরচে উচ্চশিক্ষিত ও পেশাগত দ্ক্ষ শিক্ষক মন্ডলীর মাধ্যমে সবাধুনিক প্রযুক্তির সমন্বয়ে শিক্ষা প্রদান এবং নিবিড় তত্বাবধান।
- অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ও হাসপাতাল হতে হাতে কলমে শিক্ষা ও চিকিৎসার সুবিধা।
- একাডেমিক শিক্ষার সাথে নৈতিক ও আদর্শিক শিক্ষার অনুপম সমন্বয়।
- মেধাবী ও দরিদ্র চাত্র-ছাত্রীদের বৃত্তিতে অধ্যায়নের সুযোগ এবং ছাত্রীদের জন্য নিজস্ব ভবনে আবাসন ও সার্বক্ষণিক নিরাপত্তার সুব্যবস্থা।
- গ্রুপ স্টাডি ক্লাসের মাধ্যমে অপেক্ষাকৃত দুর্বল ছাত্র-ছাত্রীদের বিশেষ ত্ত্তাবধান।
- ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের জানানোর ব্যবস্থা।
- ইনস্টিটিউটের সমৃদ্ধ লাইব্রেরী হতে প্রয়োজনীয় সাহায্য।
- প্রয়োজন অনুযায়ী জেনারেটরের মাধ্যমে বৈদুতিক সুবিধা প্রদান।